সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: বাম কৃষক সংগঠন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে প্রতিবাদ মিছিল সংগঠিত হল। বুধবার ভাঙড়ে বাম নেতারা কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের জোরাল দাবি করেন।
মিছিল শুরু হয় এদিন বিকাল ৩ টেয়। ভাঙড় ১ ব্লকের বাসন্তী হাইওয়ের উপর ঘটকপুকুর বাজার পরিক্রমা করে মিছিল শেষ হয়। তারপর বক্তব্য রাখেন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সভাপতি তুষার ঘোষ। উপস্থিত ছিলেন ভাঙড় ২ জোনাল কমিটির সম্পাদক আবদুর রশিদ গাজিসহ স্থানীয় বাম নেতা-কর্মীরা।
এদিনের সভা আহ্বান করে ভাঙড় ১ ও ২ জোনাল কমিটি। এদিন ১০০ দিনের কাজ ২০০ দিন ও মজুরি ৬০০ টাকা করার দাবি তোলা হয়। এছাড়াও ঔষধ, রান্নার গ্যাস, পেট্রোলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হ্রাসের দাবিতেও সরব হন বাম নেতারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct