আপনজন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন শহরে এক শ্বেতাঙ্গ পুলিশ কৃষ্ণাঙ্গ যুবককে সাতবার গুলি চালিয়েছিল। জানা যাযয় সন্তানের সামনে এক কৃষ্ণাঙ্গকে পেছন থেকে গুলি করার অভিযোগে অভিযুক্ত ওই শ্বেতাঙ্গ পুলিশ। কিন্তু উইসকনসিনের আদালত ওই শ্বেতাঙ্গকে বেকসুর খালাস ঘোষণা করেছে। মঙ্গলবার তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে মার্কিন আদালতভ
গত ২৩ আগস্ট এক কৃষ্ণাঙ্গকে পেছন থেকে গুলি করেন ওই পুলিশ সদস্য। স্থানীয় এক সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে জেকব ব্লেককে তার সন্তানের সামনেই সাতটি গুলি করেন পুলিশ সদস্য রোস্টেন শাস্কে। রুশতেনের দেয়া তথ্যমতে, জেকবের হাতে সে সময় ছুরি ছিল এবং বেশ কয়েক দফা টিজার শটের পরও তিনি আত্মসমর্পণ করতে অস্বীকার করেন। তাই আত্মরক্ষার্থে গুলি চালান রোস্টেন। তার বিবৃতির ওপর ভর করেই তাকে নির্দোষ বলে রায় দেন কেনোসা রাজ্যের অ্যাটর্নি মিশেল গ্রাভেলি।
এর আগে উইসকনসিনের অ্যাটর্নি জেনারেল জশ কোল সাংবাদিকদের জানিয়েছিলেন, জেকব ব্ল্যাক গাড়ির দরজা খোলার সময় পুলিশ কর্মকর্তা রোস্টেন শাস্কে তাকে লক্ষ্য করে সাতবার গুলি করেন। ব্ল্যাকের গাড়ি থেকে একটি ছুরি পাওয়া গেছে। তবে অন্য আর কোনো অস্ত্র পাওয়া যায়নি। রোস্টেন শাস্কে কিংবা অন্য দুই অফিসারদের বিরুদ্ধে এমন সিদ্ধান্তের কারণে সাম্প্রতিক সময়গুলোতে আন্দোলন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct