আপনজন ডেস্ক: উদারচেতা দেশ জার্মানিতে ক্রমশ ইসলাম বিদ্বেষ বৃদ্ধি পাওযায় সেকানকার মুসলিমরা এখন চরম আতঙ্কে রযেছেন। সোমবার তুর্কি-মুসলিম অ্যাসোসিয়েশন আইজিএমজি প্রেসিডেন্ট কামাল এরগুন এ সস্পর্কে বলেন, সাম্প্রতিক মাসগুলোতে জার্মানির বিভিন্ন মসজিদ হুমকি, ভাঙচুর বা আগুন লাগানোসহ বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে। এ সবই ইসলাম বিদ্বেষের শিকার।
তিনি বলেন, গত বছর কমপক্ষে ১২২টি মসজিদ এমন হামলার শিকার হয়েছে। এমনকী নিও-নাৎসি বা অন্য উগ্রবাদী সংগঠনগুলো ডজনের বেশি মসজিদে বোমা হামলার হুমকি পাঠিয়েছে। হুমকির পরিপ্রেক্ষিতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দুশ্চিন্তা কাজ করছে। এরগুন বলেন, ‘আমরা পুলিশ কর্তৃপক্ষকে এই বিষয়ে আরো কার্যকর তদন্ত এবং হামলার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের আবেদন করছি।’ জার্মানির তুর্কি-মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম সংগঠনটির নেতা এরগুন জানান, মুসলিমবিদ্বেষী মনোভাব বাড়তে থাকায় দেশটিতে মুসলমানরা তাদের দৈনন্দিন জীবনে আরো বেশি বৈরিতা ও শারীরিক আক্রমণের শিকার হচ্ছেন। তিনি জানান, বিশেষ করে হেডস্কার্ফ পরা মুসলিম নারীরা প্রায়ই রাস্তায় বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন। এছাড়াও শারীরিক আক্রমণের ঘটনা আগের চেয়ে বেড়ে চলছে।
বিভিন্ন সূত্র উল্লেখ করে তুর্কি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যানুসারে, জার্মানিতে ২০২০ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পুলিশ ৬৩২টি ইসলাম বিদ্বেষমূলক অপরাধ লিপিবদ্ধ করেছে। এরমধ্যে অপমান, হুমকিমূলক চিঠি, ধর্মীয় অনুশীলনে বাধা, শারীরিক আক্রমণ ও সম্পদের ক্ষতি অন্তর্ভুক্ত। আসল সংখ্যা এর থেকেও বেশি বলে মনে করা হচ্ছে। আক্রান্তদের বেশিরভাগই বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর অনাস্থার কারণে পুলিশের কাছে কোনো অভিযোগ করেন না। জার্মানিতে তুর্কি-মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম সাংস্কৃতিক সংস্থা এটিআইবি’র চেয়ারম্যান দুরমুশ ইলদিরিম জনতুষ্টিবাদী জাতীয়তাবাদী রাজনীতিবিদদের অভিবাসী ও মুসলমানদের বিরুদ্ধে হিংসা ও বৈষম্য ছড়িয়ে দেয়ার জন্য সমালোচনা করেন। আনাদোলু এজেন্সিকে তিনি বলেন, ‘আমরা এই ধরনের বর্ণবাদী ও জনতুষ্টিবাদী আচরণের অবসান চাই। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রচেষ্টা নেয়া উচিত।’ ইলদিরিম একইসাথে মুসলিমবিরোধী ও তুর্কিবিরোধী ঘৃণার বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরির আহ্বান জানান।
ইলদিরিম জানান, জার্মানির ৩০ লাখ তুর্কি দেশটির উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী ও দলগুলো দ্বারা হুমকির মুখে পড়বে না। তিনি বলেন, ‘আমরা ইউরোপের অংশ, এখানেই আমরা একত্রে বাস করছি। আমাদের তৃতীয়, চতুর্থ প্রজন্ম জার্মানিতেই জন্ম নিয়েছে ও বেড়ে উঠেছে। এটি আমাদেরও স্বদেশে পরিণত হয়েছে।’
আট কোটি জনসংখ্যার জার্মানি পশ্চিম ইউরোপে ফ্রান্সের পরপরই বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ। দেশটিতে বর্তমানে ৪৭ লাখ মুসলমান বাস করছেন, যার মধ্যে ৩০ লাখই তুর্কি বংশোদ্ভূত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct