সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়ায় কংগ্রেসের দলীয় সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, সারাবছর পড়াশোনা করেনি আর এখন ভোটের আগে পড়াশোনা শুরু করেছেন। দুয়ারের সরকার, পাড়ায় পাড়ায় সরকার কর্মসূচির তীব্র বিরোধিতা করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, দিল্লির রাজপথে ৪০ দিন হয়ে গেল কৃষকরা কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। কৃষি আইন কার্যকর হলে সাধারণ মানুষের রেশন বন্ধ হয়ে যাবে বলে তিনি আশঙ্কা করেন। এছাড়াও তিনি বলেন, বিজেপি বলেছিল ভারতবর্ষকে নতুন ভারতবর্ষ তৈরি করবে। কিন্তু সাত বছর পেরিয়ে গেলও আপনারা কি নতুন ভারত বর্ষের ছিটেফোঁটা দেখতে পেয়েছেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে অধীর বলেন, প্রধানমন্ত্রী যে চশমা পরেন তার দাম পাঁচ লক্ষ টাকা। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্য কয়েক হাজার কোটি টাকা খরচ করে তার চলাচলের জন্য বিমান কেনা হল। সরকারি অর্থের এই অপচয় কেন সেই প্রশ্ন তোলেন অধীর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct