এহসানুল হক,বসিরহাট: হিন্দু মুসলিম উভয়ে মিলে বিজেপিকে উৎখাত করতে হবে বাংলা থেকে। হাড়োয়ার ফেরীঘাট অটোস্ট্যান্ডে প্রধান বক্তা হিসাবে অনাথ ফাউন্ডেশনের সম্পাদক পীরজাদা ত্বহা সিদ্দিকী এই আহ্বান জানান মঙ্গলবার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো মানুষ। আমি কাছ থেকে দেখেছি তাকে। তাকে খারাপ করছে কিছু দলের বিধায়ক, প্রধান, সভাপতি। মমতার কাছে এদেরকে তাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দিদি তাড়ান, মোনাফেক রাখবেন না। আপনার পার্টি শেষ করে দেবে।
এদিন মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসির রাজনীতি করা নিয়ে চরম সমালোচনা করেন ত্বহা সিদ্দিকী। তিনি বলেন, মিম নেতাকে ভালোবাসতাম, কিন্তু যেদিন ফুরফুরায় এসেছেন সেখান থেকে আমি ভালোবাসি না। কারণ তিনি যিয়ারত করতে আসেননি, ভাইপোর সঙ্গে রাজনীতি করতে এসেছে। এই বাংলাকে গুজরাত হতে দেব না। এদিনের সবায় উপস্থিত ছিলেন তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার, পীরজাদা নুরুল্লা সিদ্দিকি, সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান, আব্দুল খালেক মোল্যা, হাফেজ আজিজুদ্দিন সহ একাধিক নেতৃত্ব। সৌমিত্র দস্তিদার দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতি তুলে ধরে কীভাবে ভারতের এই বিভিন্ন জাতি, ধর্ম, ভাষার মানুষদের ঐক্য ও সম্প্রীতি আনা যায় তা ব্যাখ্যা করেন, তিনি আরো বলেন যদি আপনার সম্মান, স্ত্রী সম্মান, মেয়ের সম্মান বাচাতে চান তাহলে বিজেপিকে একটি ভোটও দেবেন না। বিশেষ অতিথি হিসেবে আবু সিদ্দিক খান কুরআন ও নবীর সা.-এর জীবনী থেকে সুনিপুণভাবে সম্প্রীতির দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, কোন মতেই এই বাংলায় বিজেপিকে স্থান নেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct