আপনজন ডেস্ক: বহু জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিল আগামী ১৩ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি সম্পন্ন। এ ব্যাপারে কেন্দ্রীয়স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সাংবাদিক সম্মেলনে বলেন, ট্রায়াল রানের প্রতিক্রিয়া রিপোর্ট পাওযার পর জরুরি ভিত্তিতে ১০ দিনের মধ্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুত। তিনি জানান, দুটি ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছিল ৩ জানুয়ারি। প্রথম দফায় প্রায় ৩০ কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
উল্লেখ্য, রবিবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ভারতের সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেকের কোভাক্সিন দ্বারা নির্মিত দুটি ভ্যাকসিন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ডকে অনুমোদনের কথা জানিয়েছিল।
এই ঘোষণার পর দেশজুড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলা যেতে পারে। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম করোনা সংক্রমণ রয়েছ ভারতে।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই ভ্যাকসিনটি প্রথমে এক কোটি স্বাস্থ্য কর্মীদের দেওয়া হবে। তারপর দুই কোটি করোনা যোদ্ধা ও জরুরি বিভাগে কর্মরতদের এবং ২৭ কোটি প্রবীণদের দেওয়া হবে যাদের বেশিরভাগ বয়স ৫০ বছরের বেশি। তবে, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ঘোষণা করেছিলেন যে এক কোটি স্বাস্থ্য কর্মী এবং দুই কোটি করোনা যোদ্ধাকে এই ভ্যাকসিনটি বিনামূল্যে দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct