আপনজন ডেস্ক: কৃষক আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সপ্তমবারের বৈঠকে সোমবার কোনও সমাধান পাওয়া গেল না। বরং, কেন্দ্রীয় সরকারের তরফে কড়া মনোভাব পোষণ করে জানিয়ে দেওয়া হল, কেন্দ্র কৃষি আইন কোনওভাবেই প্রত্যাহার করবে না। সূত্র জানিয়েছে, দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে কেন্দ্রীয় সরকারের তরফে সহায়ক মূল্য নিয়ে কিছু অ্যামেন্ডেন্টের প্রস্তাব দিলে তা খারিজ করে দেন কৃষক নেতারা। তারা জানিয়ে দেন কৃষি বিল প্রত্যাহার না করা ছাড়া তাদের সামনে আর কোনও পথ খোলা নেই। যদিও বৈঠকে জানিয়ে দেওয়া হয়, কেন্দ্রীয় সরকার কোনও পরিস্থিতেই কৃষি আইন প্রত্যাহার করবে না। তবে পরবর্তীতে আলোচনার রাস্তা খোলা আছে। আগামী ৮ জানুয়ারি ফের বৈঠকের কথা বলা হয়েছে। তাতে অবশ্য সম্মতি মিলেছে কৃষক নেতাদের।
এদিনের বৈঠক প্রসঙ্গে কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সারওয়ান সিংহ পান্ধের বলেন, কেন্দ্রী কৃষিমন্ত্রী নরেন্দ্র সাফ জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই তিনটি কৃষি আইন প্রত্যাহার করা হবে না। প্রয়োজনে সুপ্রিম কোর্টের যেতে পারেন কৃষকরা। তিনি আরও জানান, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী সহায়ক মূল্যের গ্যারান্টি নিয়ে আইনে কিছু সংশোধনী আনা যেতে পারে বলে জানিয়েছিলেন। কিন্তু কৃষি আইন বাতিল না করল তারা আন্দোলনে ইতি টানতে রাজি নয় জানিয়ে দিয়েছেন মন্ত্রীকে।
এই পরিপ্রেক্ষিতে কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রজাতন্ত্র দিবসে কৃষি আইনের বিরুদ্ধে একটি বিশাল মিছিল বের করা হবে। তাতে পাঞ্জাবের যুবকদের যোগাদানের আহ্বান জানানো হবে।
এদিন বৈঠক হয় দীর্ঘক্ষণ ধরে। মাত্র এক ঘণ্টা বৈঠকের পর মধ্যাহ্নবোজের বিরতি হয়। কৃষক নেতারা এদিনও তাদের লঙ্গরখানা থেকে নিয়ে আসা খাবার খেযেছেন।
এরপর প্রায় দু ঘণ্টা পর দীর্ঘক্ষণ আলোচনা চলে। এই দু ঘণ্টা সময়ে নিজেদের মধ্যে আলোচনা সারেন তিন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, পীযূষ গোয়েল ও সোম প্রকাশ।
দুপুরের পর আলোচনা শুরু হয় কৃষক আন্দোলনে মৃত কৃষকদের স্মরণে দু মিনিট নীরবতা পালনের মাধ্যমে। দিল্লি সীমান্তে ৬০ জনেরও বেশি কৃষক মারা গেছেন, তাদের মধ্যে অনেকে ঠান্ডা আবহাওয়া সহ্য করতে পারেননি। এ প্রসঙ্গে কৃষক নেতা রাকেশ টিকাইত বলেন, প্রতি ১৬ ঘণ্টায় একজন কৃষক মারা যাচ্ছে। এর জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে তার উত্তর দাবি করেন।
কেন্দ্রীয় সরকার ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দিতে চাইলেও কৃষক নেতারা কৃষি আইন প্রত্যাহারের ব্যাপারে অনড় থাকায় বৈঠক নিষ্ফলা হয়। যদিও প্রস্তাবিত ৮ জানুয়ারির অষ্টম দফার বৈঠক হয় কিনা তা দেখার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct