আপনজন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে রোগীর সেবা করাই কাজ চিকিৎসকের। করোনা সংক্রমণের সময় সেই কাজে বিরাম দেননি এক চিকিৎসক। কিন্তু তাতে দেখা গেছে অর্থাভাবে রোগী পয়সা দিতে না পারায় বকেয়ার পরিমাণ সাড়ে ৬ লাখ ডলারে। রোগীদের কথা ভেবে রোগীদের সব বকেয়াই মকুব করার সিদ্ধান্ত নিলেন সেই চিকিৎসক ডা. ওমর আতিক। করোনা মহামারির মধ্যেই মানবিকতার এক অনন্য নজির স্থাপন করলেন সেই চিকিৎসক। ওমর আতিক নামের এই চিকিৎসক ক্যানসার রোগীদের বাঁচিয়ে তোলাই শুধু নয়, ২০০ জন রোগীর বকেয়া ছিল প্রায় ৬ লাখ ৫০ হাজার ডলার যা প্রায় পাঁচ কোটি টাকা। সেই ট্কা একেবারেই মকুব করে দিতেই সোশ্যাল মিডিয়ায় ওই চিকিৎসককে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
জানা গিয়েছে, ক্যানসার বিশেষজ্ঞ ওমর আতিক দীর্ঘদিন ধরেই বহু রোগীকে সুস্থ করেছেন। কিন্তু অনেকের কাছেই টাকা পেতেন তিনি। এরপর সম্প্রতি নিজের ক্লিনিক বন্ধের সিদ্ধান্ত নেন। কিন্তু হিসাব করতে গিয়ে দেখেন, রোগীদের কাছে তার বকেয়া টাকার পরিমাণ সাড়ে ৬ লাখ ডলারেরও বেশি। পরবর্তীতে সেই বকেয়া টাকা ফেরত চাওয়ার সময়ই বুঝতে পারেন, অনেকেই তাদের বিলের টাকা দিতে অপারগ। এরপরই এই মানবিক সিদ্ধান্ত নেন আতিক। প্রায় ২০০ জন রোগীর বিল মকুব করার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। উল্টো যাদের বিল বকেয়া ছিল, তাদের ক্রিসমাসের একটি গ্রিটিংস কার্ড পাঠান। তাতে জানান যে, তার আরকানসাস ক্যানসার ক্লিনিকটি এবার বন্ধ হতে চলেছে। যে যে রোগীদের বকেয়া রয়েছে তা আর মেটানোর প্রয়োজন নেই। তার এই খবর প্রকাশ্যে আসতেই অনেকেই ওমর আতিকের এই পদক্ষেপকে শ্রদ্ধা জানান। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। খুশি ওই রোগীদের পরিবারের লোকজনও।
এ ব্যাপারে ডা. ওমর আতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আসলে আমি বুঝতে পেরেছিলাম, এমন অনেকেই আছেন যারা এই বকেয়া অর্থ দিতে পারবেন না। তাই আমি এবং আমার স্ত্রী আলোচনা করে এই বকেয়া অর্থ না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিই।’
করোনায় বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে একজন মুসলিম চিকিৎসকের এই মহানুভবতায় বিভিন্ন মহল থেকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য, পরিস্থিতি বিবেচনা করে ডা. ওমর যে কাজ করেছে তা মানব জাতির কল্যাণময় ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct