আপনজন ডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মহিলা শাখা দেশের মুসলিম মহিলাদের তিনদিন ব্যাপী এক ওয়েবিনারের আয়োজন করেছে। ৫, ৬ ও ৭ জানুয়ারি জুম অ্যাপের মাধ্যমে ও ইউটিউবে অনলাইনে এই সেমিনার অনুষ্ঠিত হবে। এই ওয়েবিনারের নাম দেওয়া হয়েছে ‘বিনতুল মুসলিম’ ওয়ার্কশপ।
এই ওয়েবিনারে অংশ নেওয়ার ব্যাপারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এতে অংশগ্রহণ করতে পারবেন। তবে যারা এই ওয়েবিনারে অংশ নিতে চান তাদেরকে একটা ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্মটি পাওয়া যাবে এই ঠিকানায়: https://forms.gle/aW7T9DEGETNfMgRAA ফর্মটি নিজের নাম, ফোন নম্বর, ইমেইল ও ঠিকানা সেহ পূরণ করতে হবে।
প্রতিদিন দুটি ভাগে অনুষ্ঠানটি হবে। প্রথমটি হবে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত। আর দ্বিতীয়টি হবে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত।
এই ওয়েবিনারে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা ওয়ালি রহমানি, মাওলানা উমরাইন মাহফুজ রহমানি, মাওলানা সাজ্জাদ নোমানি বক্তব্য রাখবে। এই অনুষ্ঠানের প্রোগ্রাম কোঅির্ডিনেটর পার্সোনাল ল বোর্ডের সদস্য বলেন, ওয়ার্কশপ পুরোপুরি বিনামূল্যে এবং ইংরেজি ও উর্দু ভাষায় হবে। ছাত্রীদের মধ্যে ক্বিরাত, হামদ, নাত প্রভৃতি সম্বন্ধে উৎসাহ দিতে এই অনুষ্ঠানের আয়োজন। তাই তিনি স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের এই অনুষ্ঠানে বেশি করে অংশ নেওয়ার আহ্বান জানান।
জয়েন্ট কোঅর্ডিনেটর ড. আরশিন খান বলেন, ‘বিনতুল মুসলিম’-এর উদ্দেশ্য হচ্ছে ছাত্রীদের মধ্যে দাওয়াহ সম্বন্ধে সচেতনতা তৈরি করা, কুরআন ও হাদিস সম্পর্কে জ্ঞান তৈরি করা। দ্বীন সম্পর্কে ধারণা দিতে এই ধরনের কর্মসূচি। এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা ড. আসমা জোহরা ছাত্রীদের বেশি করে অংশ নিয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার আবেদন জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct