আব্দুস সামাদ মণ্ডল, ফুরফুরা: হঠাৎ পশ্চিমবঙ্গ সফরে এসে অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলিমিন বা মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি সাফ জানিয়ে দিলেন, বাংলায় মিম পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে সাথ দিয়ে কাজ করে যাবে। রবিবার সাতসকালে ফুরফুরা শরীফে গিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী ও পীরজাদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন আসাদউদ্দিন ওয়াইসি। দীর্ঘক্ষণ বৈঠকের পর তিনি এক সাংবাদিক সম্মেলনে জানান, পশ্চিমবাংলায় মিমের সমর্থকরা আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিলে কাজ করবে। আব্বাস সিদ্দিকী যেভাবে এগোবেন মিম তাকে সমর্থন করবেন। তার কথাতেই মিম এ রাজ্যে চলবে।
এদিন ফুরফুরা শরীফে সকালে আসাদুদ্দিন ওয়াইসি এ রাজ্যের কয়েকজন মুসলিম ব্যক্তিত্বকে নিয়ে কলকাতা থেকে ফুরফুরা শরীফে পৌঁছান। এরপর তিনি মরহুম পীর আবু বকর রহ.-এর মাজারে গিয়ে কবর জিয়ারত করেন। তারপর পীরজাদা আব্বাস সিদ্দিকীর বাড়িতে বৈঠকে মিলিত হন আসাদউদ্দিন ওয়াইসি। ওই বৈঠকে হাজির ছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ও পীরজাদা নওশাদ সিদ্দিকী। আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে কলকাতা থেকে গিয়েছিলেন শাহেনশা জাহাঙ্গির। তাকেও ওই বৈঠকে হাজির থাকতে দেখা গেছে।
বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলন করেন আসাদউদ্দিন ওয়াইসি। ওই সাংবাদিক সম্মেলনে তিনি প্রখমেই ফুরফুরা শরীফের পীর আবু বকর রহ-এর অবদান প্রসঙ্গ তুলে ফুরফুরা শরীফের ঐতিহ্য ব্যক্ত করেন। তিনি বলেন, ফুরফুরা শরীফের মাটি তার এক আবেগের জায়গা। আরো বলেন, এখানকার পীর সুফি শায়খ আবু বক্কার সিদ্দিকী রহ. যিনি একাধারে যেমন মোজাদ্দেদ ছিলেন, অপরদিকে সামাজিক ও ইংরেজদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াকু নেতাও ছিলেন। তাই মিম যাতে বিধানসভা নির্বাচনে তার আধিপত্য বজায় রাখে বাংলায় তার জন্য ছুটে আসা।
তিনি এও বলেন আব্বাস সিদ্দিকীর পিছনে থেকে তাকে সমর্থন করে কাজ করে যাবে মিম। সাংবাদিকরা প্রশ্ন করেন তাহলে কি মিম এবং সুন্নাত ওয়াল জামায়াত একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে? এই প্রশ্নের উত্তরে ওয়াইসি বলেন আব্বাস সিদ্দিকী যে ফায়সালা দেবেন মিম সেটা মেনে নিয়েই তার সাথ দিয়ে চলবে এবং ভবিষ্যতে কি হবে না হবে আব্বাস সিদ্দিকী ঠিক করবেন।
এ রাজ্যে মিমের মুখ কে হবেন সেই প্রসঙ্গে বলেন, বাংলায় আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিম কাজ করে যাবেন মিম সমর্থকরা। তার নির্দেশ মতোই চলবে এরা রাজ্যের মিম। স্পষ্ট করে না বললেও তিনি বোঝাতে চান এ রাজ্যে মিমের মুখ হবেন আব্বাস সিদ্দিকী। তবে, আব্বাস সিদ্দিকী নিজে দল গড়বেন না মিমের হয়ে তিনি লড়বেন সে বিষয়ে আসাদুদ্দিনও ওয়াইসি কিংবা আব্বাস সিদ্দিকী কেউই মুখ খোলেননি।
যদিও আসাদউদ্দিন ওয়াইসি জানিয়ে দেন মিম এ রাজ্যে কীভাবে এগোবে বা পরবর্তী তাদের পদক্ষেপ কী তা আব্বাস সিদ্দিকীর মত অনুসারেই চলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct