জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: দিন কয়েক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে রাষ্ট্রপতির কাছে দরবার করা হয়েছিল পম্চিমবঙ্গের রাজ্যপার জগদীপ ধনকরকে অপসারণের জন্য। তাদের অবিযোগ ছিল, রাজ্যপাল জগদীপ ধনকর সংবিধান উল্লংঘন করে রাজ্য প্রশাসনের উপর হস্তক্ষেপের চেষ্টা করছেন। প্রশাসনের মধ্যে নাক গলানোর চেষ্টা করছেন। তিনি বিজেপির সুরে কথা বলছেন। সেই অভিযোগের জের কাটতে না কাটতেই ফের রাজ্য প্রশাসনের বিরুদ্দে তোপ দাগলেন রাজ্যপাল।
শনিবার পুরুলিয়ার সৈনিক স্কুলে তিনি একটি ছাত্রী আবাসের উদ্বোধন করতে এসে বললেন, আগামী বিধানসভা নির্বাচনকে সন্ত্রাস মুক্ত করতে হলে পুলিশ প্রশাসন সাংবাদিক সকলকেই সাংবিধানিক আচরণ বিধির প্রতি দায়বদ্ধ থাকতে হবে। নববর্ষের দিন পুরুলিয়া সফরে এসে এমন কথা বললেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন পুরুলিয়ার সৈনিক স্কুলে তিনি একটি ছাত্রী আবাসের উদ্বোধন করেন। সেখানে অসম সাহসী ছাত্রদের উৎসাহিত করার জন্য স্কুলকে ১১ লক্ষ টাকা দান করেন তিনি। রাজ্যপাল বলেন গত ৩ ডিসেম্বর বিহারের একটি গ্রামে সৈনিক স্কুলের ১০ ম শ্ৰেণীর ছাত্র অমিত রাজ আগুনের হাত থেকে ২ টি শিশুকে রক্ষা করতে গিয়ে নিজে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এমন ছাত্ররা দেশের গৌরব।
পুরুলিয়া সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে এসে এদিন কর্মরত পুলিশ প্রশাসনের দিকে বার বার অভিযোগের আঙ্গুল তোলেন রাজ্যপাল। দিন কয়েক আগে জগদ্দল থানা এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি পুলিশ কে সাবধান করে দেন। পরিষ্কার বলেন পুলিশকে বলছি আইনের পথে চলুন। তাকে প্রশ্ন করা হয় একটি রাজনৈতিক দল অভিযোগ করছে রাজ্যপাল নিরপেক্ষ নন। তাই ওই দলের পক্ষে রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি দিয়ে রাজ্যপালকে সারানোর আবেদন করেছে। রাজ্যপাল বলেন আমি ন্যায় ও নীতির পক্ষে চলি। আইন যারা মানছেন না তারা আগামী দিনে আইনের হাত থেকে বাঁচবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন আমি প্রশ্ন করি পুলিশ ও প্রশাসন কে জবাব দেন মুখ্যমন্ত্রী |প্রশ্নের জবাব পায় না সেই জন্য আমি টুইট করে আমি আমার প্রশ্ন গুলো জানায় তবে আমি সমস্যার কথায় বলি। এরপই রাজ্যপাল নীতি ও আদর্শরের প্রশ্ন তুলে সাংবাদিক পুলিশ ও প্রশাসন কে সাংবিধানিক আচরন বিধি মেনে চলার জন্য আবেদন জানান। তিনি বলেন ২০২১ এর ভোট হোক রক্তপাত হীন সন্ত্রাস মুক্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct