আপনজন ডেস্ক: দেশের ক্রীড়ামোদীদের জন্য প্রথমে উদ্বেগের খবর এলেও সন্ধ্যায় কিছুটা স্বস্তির খবর পাওয়া গেল বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। হৃদরোগে আক্রান্ত হযে নিজেই চিকিৎসককে ফোন করে পরামর্শ নেন। সেই মোতাবেক তাকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। সৌরভকে নিয়ে পাঁচ চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। তার নেতৃত্বে রয়েছেন সরোজ মণ্ডল। বাকি চার সদস্য হলেন ভবতোষ বিশ্বাস, আফতাব খান, এ বি রায় এবং সৌতিক পাণ্ডা।
সন্ধ্যার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সৌরভকে দেকতে যান হাসপাতালে। তার সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী জানান, সৌরভ গাঙ্গুলির অ্যাঞ্জিওপ্লাস্টির পর বেশ হাসিখুশিও আছেন। তবে এই বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বেশ কিছুদিন দরে সৌরভের বিজেপি যাওয়া নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন মুখ্যমন্ত্রীর নিজে সৌরভকে দেখতে যাওয়াটা খুবই তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, রাজ্যপাল জগদীপ ধনকরও সৌরভকে দেখতে হাসপাতালে যান। তবে, বিজেপি নেতাদের সৌরভকে দেখতে যাওয়ার খবর রাত অবধি জানা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct