আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের জন্য সৌদি আরবের সব মসজিদ বহুদিন দরে বন্ধ ছিল। তারপর কাবা শরিফ ও মসজিদ-এ নববি প্রথমে খুলে দেওয়া হয়। এর পর একে সব মসজিদ খুলে যায়।
করোনার জন্য এতদিন মুসলিমদের কাছে বিশ্বের দ্বিতীয় পবিত্রতম মসজিদ মদিনার মসজিদে নববির ছাদ বন্ধ রাখা হয়েছিল নামাজপাঠ বা প্রবেশের জন্য। কিন্তু দীর্ঘ ১০ মাস পর মসজিদ-এ নববি খুলে দেওয়া হল মুসল্লিদের জন্য। বৃহস্পতিবার সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় এক নির্দেশে এই অনুমতির কতা জানিয়েছে।
তাই এবার থেকে মুসল্লিরা মসজিদ-এ নববির ছাদে নামাজপাঠ করতে পর বেন। ফজর, মাগরিব ও এশার নামাজের জন্য এই ছাদ ব্যবহার করা যাবে। জানা গেছে, এখন মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রার্থনার জন্য মসজিদ-এর নববির ছাদ খুলে দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct