দক্ষিণ আমেরিকার ছোট দেশ ইকুয়েডর ফের কেঁপে উঠল ভূমিকম্পে। বৃহস্পতিবার রাতে ৬.২ রিখটার স্কেলের ভূমিকম্প আছড়ে পারে ইকুয়েডরে। এ বিষয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ১২ মিনিটে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। আপাতত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন সংস্থা জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫ মাত্রা।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ এপ্রিলে ইকুয়েডর কেঁপে উঠছিল ৭ দশমিক ৮ মাত্রার রিখটার স্কেলে। সে সময়। প্রায় সাতশো লোক প্রাণ হারিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct