আপনজন ডেস্ক: নদিয়ার কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে “Dogs and Muslims are not allowed” লেখা সম্বলিত নোটিশ সেঁটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। যদিও কে বা কারা এই নোটিশটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এর নোটিশ বোর্ডে লাগিয়ে দিয়েছে তা জানা না গেলেও সামাজিক গণমাধ্যমে ওই নোটিশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কাশ্মীরে জঙ্গি হামলার আবহে দেশ জুড়ে ইসলাম ধর্মাবলম্বীদের বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতির মাঝে নদীয়া জেলার কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নোটিশ সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদীদের গুলিতে কাশ্মীরে শহিদ হন নদিয়ার যুবক ঝন্টু আলী শেখ। সেই নদিয়াতেই এমন নোটিশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ বিষয়ে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অলোক কুমার পাত্রকে ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct