আপনজন ডেস্ক: যোগী রাজ্য উত্তরপ্রদেশের পথ ধরে এবার মুসলিম নামাঙ্কিত শহর বা জেলার নাম বদলের পথে এগাল বিজেপি শাসিত অসম সরকার। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।
আজ থেকে ১০০ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক করিমগঞ্জ জেলাকে মা লক্ষ্মীর ভূমি শ্রীভূমি বলে বর্ণনা করেছিলেন। আজ আসাম মন্ত্রিসভা আমাদের জনগণের দীর্ঘদিনের এই দাবি পূরণ করেছে।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জেলার নাম বদলের উদ্যোগে জেলার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। “আমরা এমন নাম পরিবর্তন করতে থাকব যেগুলোতে কোনো অভিধানের রেফারেন্স বা অন্য কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। আমরা দীর্ঘদিন ধরে এটি করে আসছি এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।
তিনি বলেন, শ্রীভূমি জেলার নাম পরিবর্তন করলে এটি একটি স্বতন্ত্র পরিচয় পাবে, যা এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ন্যায্যতা দেবে। পাশাপাশি, আগামী বছরের ১০ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে ডিসেম্বরের মধ্যে পঞ্চায়েত ভোটের ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তিনি বলেন, আমরা বিধানসভা নির্বাচনের ভোটার তালিকার ভিত্তিতে পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করার সুবিধার্থে আসাম পঞ্চায়েত (সংবিধান) বিধি, ১৯৯৫ এর সংশোধনীও অনুমোদন করেছি। অন্য একটি সিদ্ধান্তের কথা বলতে গিয়ে তিনি বলেন, মন্ত্রিসভা ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি আসামে বিনিয়োগ ও অবকাঠামো শীর্ষ সম্মেলন আয়োজনের অনুমোদন দিয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct