নিজস্ব প্রতিবেদক , বসিরহাট, আপনজন: সীমান্তে পার্কিং নিয়ে মালিকরা বৈষম্যের শিকার। প্রতিবাদে বসিরহাটে ঘোজাডাঙ্গা সীমান্ত বাণিজ্যর বন্ধ করে প্রতিবাদ বিক্ষোভ। থমকে সীমান্ত বাণিজ্য। কয়েকশো পণ্য বাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে সীমান্তে।
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর উত্তর ২৪পরগনার বসিরহাট মহকুমার ভারত- বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত। যেখানে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ট্রাক দেশের বিভিন্ন রাজ্য থেকে এই সীমান্ত দিয়ে বাংলাদেশে যায়। ২৫ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত এই সীমান্তে কোন সরকারি পার্কিং নেই। ৮৪ টা বেসরকারি পার্কিং রয়েছে। কেউ মালিকের কাছ থেকে জমি লিজ নিয়ে করেছেন। আবার কেউ নিজের জমিতে পার্কিং জোন করে নিজেরাই ব্যবসা করেন। কিন্তু রাজ্যের অন্যান্য সীমান্ত বর্ডার বিশেষ করে মালদা মহাদিপুর সীমান্তে যেখানে ২৪ ঘন্টা পার্কিং চার্জ ৮০০ টাকা নির্ধারিত সময় পেরিয়ে গেলে ঘণ্টা পতি ২০০ টাকা অতিরিক্ত চার্জ নেওয়া হয়। সেখানে ঘোজাডাঙ্গা সীমান্ত অর্ধেক অর্থাৎ ৪০০ টাকা পার্কিং ফি। পাশাপাশি ১৬/৮ ২০২২ সালে রাজ্যের সুবিধা পোটালে ঘোজাডাঙ্গা পার্কিং ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের পার্কিং নাম নথিভুক্ত করেছিল। সেই সময় বলা হয়েছিল একটি পার্কিং চার্জ বাবদ টাকা জমা নেওয়া হচ্ছে সেগুলো আবার নির্ধারিত পার্কিং মালিকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। প্রায় তিন বছর অতিক্রম করে গেছে, আজও প্রায় একচল্লিশ লক্ষ টাকা পার্কিং মালিকরা পাননি। সীমান্তে ২৯৫ বিঘার ওপর মোট ৮৪ টা বেসরকারি পার্কিং রয়েছে এর সঙ্গে জড়িত মালিক কর্মচারী ও পাশাপাশি পরোক্ষভাবে ৪ হাজার মানুষ এই জীবিকার মধ্যে জড়িত। দীর্ঘ তিন বছর ধরে তাদের সুবিধা পোর্টালের জমা থাকা অর্থ পাচ্ছেন না। এর জন্য ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্তারিত জানিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর দফতরে তারা পুরো বিষয়টা জানিয়েছেন। এছাড়া জেলাশাস , মহকুমা শাসক সহ প্রশাসনিক কর্তাদের একাধিকবার জানিয়ে কোন ফল হয়নি। তাই বাধ্য হয়ে ৮৪ জন পার্কিং মালিক কর্মচারী সহ দুই শতাধিক ব্যবসায়ী ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের চেকপোস্টের কাছে তারা চেয়ার মাইক বেঁধে ফেস্টুন লাগিয়ে অবরোধ বিক্ষোভ শুরু করেছেন। ঘোজাডাঙ্গা পার্কিং ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি, নিত্যানন্দ মন্ডল সম্পাদক ,রফিকুল ইসলাম ও মিহির ঘোষরা জানান রাজ্যের বিভিন্ন সরকারি সীমান্তে পার্কিং রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct