আজিম শেখ, রামপুরহাট, আপনজন: পরিবেশকে সুস্থ এবং সচেতন রাখতে রাজ্য সরকার শহর থেকে গ্রামাঞ্চল পৌরসভা থেকে পঞ্চায়েত এলাকাভিত্তিক তৈরি করছে একটি করে শ্রীগ্রিসেনসেট। ময়লা আবর্জনা জঞ্জাল থেকে মুক্ত রাখতে কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের এর উদ্যোগে মঙ্গলবার উদ্বোধন হল শ্রীগ্রিসেনসেট। এটি রামপুরহাট ১ নাম্বার ব্লকের কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে একটি মাঠে জঙ্গলের মধ্যে।এই সেটটি ২ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয় করে কংক্রিটভাবে নির্মাণ করা হয়েছে। এই সেটটিতে রয়েছে দুটি বড় বড় চৌবাচ্চা।
যেখানে ফেলা হবে একটিতে প্লাস্টিক এবং অপরটিতে ময়লা নোংরা আবর্জনা এই নোংরা আবর্জনা গুলি প্রথমে পচন সিল তৈরি করে সেগুলিকে কারখানাতে পাঠানোর ব্যবস্থা করবেন। এর জন্য পঞ্চায়েত থেকে দুটি আবর্জনা ফেলা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ফ্যাক্টরি থেকে পরে সেগুলি জৈব সার হিসেবে ব্যবহার করা হবে।
আজকের এই উদ্বোধনীতে উপস্থিত ছিলেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান পিংকি মন্ডল, নির্মাণ সহায়ক হাসনাত জামান ও রামপুরহাট ১ নাম্বার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মনিরুল শেখ সহ আরো অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct