নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: বাড়ছে দুষ্কৃত তান্ডব,বহরমপুরের লক্ষ্মণপুর এলাকায় রাতের অন্ধকারে পুকুরে বিষ দিয়ে এক ব্যক্তির প্রায় সাড়ে ছয় বিঘা পুকুরের মাছ মেরে দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকায় বেড়েই চলেছে দুষ্কৃতী তান্ডব, অত্যাচার বাড়ছে সাধারণ মানুষের উপর, অসহায় হয়ে নীরবে চোখের জল ফেলছে মানুষ,নিরব পুলিশ প্রশাসন, অভিযোগ স্থানীয়দের।
জানা যায়, নবগ্রামের মুকুন্দপুর এলাকার হযরত সেখ নামে এক ব্যক্তি বহরমপুরের নিয়াল্লিশপাড়া অঞ্চলের লক্ষ্মণপুর এলাকায় প্রায় সাড়ে ছয় বিঘা এক পুকুর মাছ চাষের জন্য ভাড়া নিয়েছিলেন। আর সেই পুকুরে নিজের সবটুকু দিয়ে মাছ চাষ শুরু করেছিলেন। অভিযোগ সেই পুকুরে রাতের অন্ধকারে কে বা কারা বিষ দিয়ে দেয়। মাছ চাষি হযরত জানান, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে পুকুর দেখতে গিয়ে দেখেন পুকুরে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে আর পুকুরের মাছ মরে ভাসছে। এলাকাবাসীর দাবি দরিদ্র সীমার নিচে বসবাসকারী হজরত সেখ, এর ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। ফলে তার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। সরকার ও সংশ্লিষ্ট দপ্তর যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ঘটনায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মাছ চাষি।
এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ এলাকা সহ আসাপাসে এলাকায় বাড়ছে দুষ্কৃতী তান্ডব। মাটি মাফিয়া থেকে শুরু বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে বাড়বাড়ন্ত দুষ্কৃতীদের ,অসহায় সাধারণ মানুষ,তা সত্ত্বেও নিরব পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তর বলেও অভিযোগ।
পেশায় আইনজীবী আতাউর রহমান বলেন এলাকায় সাধারণ মানুষের উপর বাড়ছে দুষ্কৃতীদের অত্যাচার। অসহায় হয়ে নীরবে চোখের জল ফেলছেন মানুষ। এলাকায় মাটি মাফিয়া থেকে বেআইনি কার্যকলাপ বাড়লেও নিরব পুলিশ প্রশাসন।
আওলাদ হোসেন নামে এক এলাকাবাসী জানান এগুলো দুষ্কৃতীদের কাজ, এখানে যারা অবৈধ কাজের সঙ্গে যুক্ত তারা চিরদিনই এই কাজ করে আসছে। সরকার সাহায্য করলে ছেলেটি ঘুরে দাঁড়াতে পারবে।
এ বিষয়ে বহরমপুরের মহকুমা শাসক শুভঙ্কর সরকার জানান, দুষ্কৃতী তান্ডব নিয়ে কোন অভিযোগ না থাকায় বিষয়টি জানা ছিল না, দেখছি বিষয়টি আমরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct