তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন: রেলিং ভাঙা সেতুর উপর দিয়ে ঝুঁকির পারাপার। সেতু সংস্কারের কোনও উদ্যোগ নেই প্রশাসনের। ক্ষোভ এলাকায়। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের কাওয়ামারি রেল গেট সংলগ্ন সেতুটি দীর্ঘ পাঁচ বছর ধরে রেলিং ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। রড বেরিয়ে কঙ্কাল
চেহারা দেখা নিয়েছে সেতুটির। গাড়ি উল্টে যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। দুর্ঘটনা এড়াতে সেতুটি দ্রুত সংস্কারের দাবি করেছেন স্থানীয়রা।
যদিও হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বিডিও তাপস কুমার পাল সেতুটি সংস্কারের আশ্বাস দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই সেতুর উপর দিয়ে হরিশ্চন্দ্রপুর, মালিওর ১, মালিওর ২ ও দৌলতনগর এই চারটি অঞ্চলের অসংখ্য মানুষ যাতায়াত করেন। টোটো,অটো থেকে শুরু করে ছোট বড়ো বাহন চলাচল করে থাকে। হরিশ্চন্দ্রপুর থানা, হাসপাতাল,ব্যাংক ও বাজার যেতে হলে এই সেতুর উপর দিয়েই যেতে হয়। জেলা পরিষদের কংগ্রেসের সদস্যা চুমকি দাস বলেন, সেতুটি সংস্কারের বিষয়ে জেলায় জানাব। টোটো চালক আসিম আলি বলেন, ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হতে হয়। বিশেষ করে রাতে চরম সমস্যা হয়। সেতুর দুই পাশের রেলিং গুলি দ্রুত সংস্কার করা না হলে গাড়ি উল্টে জখম হয়ে যেতে পারে মানুষজন। স্থানীয় বাসিন্দা সামসুল হক বলেন, আমরা ব্লকে বিষয়টি জানিয়েছি। এখনও পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেননি প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct