নাজমুস সাহাদাত, কালিয়াচক, আপনজন: গোটা মালদা জেলা জুড়ে শিক্ষার বিপ্লব ঘটিয়েছে কালিয়াচকের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। উচ্চমানের শিক্ষার প্রগতি ও সাফল্যের শিখা জ্বালিয়েছে কালিয়াচকের বেশকিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তারই মধ্যে শিক্ষার বুনিয়াদ গড়তে কালিয়াচক আবাসিক মিশন ১৮ বছর ধরে শিক্ষাদানে নিয়োজিত। কালিয়াচক আবাসিক মিশনে শুধু প্রথাগত শিক্ষা নয়, যে শিক্ষায় চরিত্র গঠন ও মনের শক্তি বৃদ্ধি হয় এবং বুদ্ধির বিকাশ ছাড়াও নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়। একজন সুশিক্ষিত ছাত্রই একদিন আদর্শ মানুষ রূপে তৈরি হবে। এদিন কালিয়াচক আবাসিক মিশনে হয়ে গেল মেধা যাচাই প্রবেশিকা পরীক্ষা। কালিয়াচকের শত শত বেসরকারি স্কুল মিশনের ভিড়ে ২০০৫ সালে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সাফল্যে সুনাম ছড়িয়েছে রাজ্য জুড়ে। প্রতিবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং ডাক্তারি পড়ার সর্বভারতীয় নিট-এও নজর কাড়া ফলাফল করে চলেছে এই আবাসিক মিশনের ছাত্র-ছাত্রীরা। এদিন মঙ্গলবার নিজস্ব বিদ্যালয় ভবনে হয়ে গেল মেধা যাচাই প্রবেশিকা পরীক্ষা। এদিনের ভর্তি প্রবেশিকা পরিক্ষায় পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির প্রায় এক হাজার ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবং আগামীকাল সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির কয়েক হাজার ছাত্রছাত্রীদের ভর্তি মেধা যাচাই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। কালিয়াচক আবাসিক মিশনের আমিরুল ইসলাম জানান, “কালিয়াচক আবাসিক মিশন” জাতি- ধর্ম- নির্বিশেষে একটি উন্নতমানের প্রকৃত মানুষ গড়ার কারখানা। গত বছর ২০ জনের মত স্টুডেন্ট ডাক্তারী তে চান্স পায়। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলার ছাত্র-ছাত্রীরা এখানে পড়াশোনা করে। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা, আধুনিক যথোপযুক্ত যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত এক মনোরম পরিবেশের ব্যবস্থা রয়েছে। এছাড়া আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর দক্ষতার সাথে পড়াশোনা যা জীবনে সামাজিক, অর্থনৈতিক, সাহিত্যিক, বৈজ্ঞানিক, দার্শনিক সহ গবেষণামূলক তৈরি হওয়ার শিক্ষাদান দেওয়া হয়। পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও ছাত্র-ছাত্রীদের মধ্যে খেলাধুলা, তথা শারীরিক শিক্ষা, কুইজ প্রতিযোগিতা, বক্তব্য, আবৃতি, চিত্রাঙ্কন, শিক্ষনীয় নাটক ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক বিষয়গুলোর উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের মূল লক্ষ্যই হল ছাত্র-ছাত্রীদের নৈতিক জ্ঞান গুণসম্পন্ন একজন সুদক্ষ মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। এই কালিয়াচক আবাসিক মিশন থেকে, বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ একাধিক উচ্চশিক্ষায় এগিয়ে যাচ্ছে এই শিক্ষাপ্রতিষ্ঠান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct