পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বুধবার দুপুরে পুর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বিভীষনপুর গ্রামে ভাইয়ের হাতে খুন হল বিবাহিত দিদি।ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে
জানা গেছে এদিন বিভীষনপুরে বাপের বাড়িতে এসেছিলো।দুপুরে পারিবারিক বিষয় নিয়ে দিদি কৌশল্য জানা ও ভাই গোপাল বেরা মধ্যে কথা কাটাকাটি লেগে যায়।এর পরেই ক্ষিপ্ত গোপাল আচমকা হাতের কাছে পড়ে থাকা লোহার রড দিয়ে দিদি কৌশল্যার মাথায় আঘাত করে।সাথে সাথে সেখানেই লুটিয়ে পড়ে এই
মহিলা।বাড়ির লোকেরা সাথে সাথে কৌশল্যাকে উদ্ধার করে চিকিৎস্যার জন্যে ভগবানপুর হাসপাতালে নিয়ে যায়।সেখানেই চিকিৎস্যকেরা এই যুবতীকে
মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে অভিযুক্ত ভাই গোপাল বেরাকে আটক করেছে ভগবানপুর থানার পুলিশ।মৃতা কৌশল্য জানার (২৮) বাড়ি ভগবানপুরের
রায়পাড়া গ্রামে।মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ভগবানপুর থানার পুলিশ।