পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করল এবার চেকস্লোভিয়া সরকার। ২০টি ইউরোপীয় দেশের পিতারা এই পিতৃত্বকালীন ছুটি উপভোগ করলেও চেক জনগণ পেত না। এবার তারা স্বাস্থ্য বিমার অঙ্গ হিসেবে গত বৃহস্পতিবার থেকে এই সুবিধা পাচ্ছেন।
তবে এই সবেতন ছুটি মাত্র এক সপ্তাহের জন্য। মায়েরা মাতৃত্বকালীন বেশ কয়েক মাস সবেতন ছুটি পেলেও বাবাদের ক্ষেত্রে তা এক সপ্তাহ।
এই ছুটির ক্ষেত্রে কিছু শর্র্ত আরোপ করা হয়েছে। বাচ্চা জন্ম নেওয়ার ছ সপ্তাহের মধ্যে এই ছুটি নেওয়া যাবে। এছাড়া যারা সন্তান দত্তক নেবেন তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।
এ বিষয়ে চেক সামাজিক নিরাপত্তা প্রশাসনের এক কর্তা জানা বুরানোভা বলেছেন, বাবাকে অবশ্যই তার সন্তানের নাম িসিভর রেজিস্ট্রিতে নথিভুক্ত করতে হবে। তবেই এই সুবিধা পাওযা যাবে। গত বছর এ সংক্রান্ত বিলটি চেক পার্লামেন্টে পাস হয়েছিল।