সন্ত্রাস আর হামলা থেকে রেহাই পাচ্ছে না পাকিস্তান। গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন হলেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী মীর হাজার খান বিজারানি ও তার স্ত্রী ফারিহা রাজাক হারুণ।পাকিস্তানের করাচিতে তাদের বাসভবন থেকেওই মন্ত্রী ও তার স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পারিবারিক শত্রুতার জেরে তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে এটি জঙ্গিদের কাজ কিনা তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে পুলিশের তরফে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি।
পাক পুলিশ বলছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী মীর হাজার খান বিজারানি এবং তার স্ত্রী ফারিহা রাজাক হারুণকে ঘরের মধ্যে বিছানায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘরটি তারাবন্ধ অবস্থায় ছিল।লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এই ঘটনার খবর পেয়ে সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিপিপির বেশ কয়েকজন সদস্য ওই মন্ত্রী বাড়িতে গেছেন।