মোবাইল ফের প্রাণ কাড়ল যুবকের। মোবাইল ব্যবহারকারীর সচেতনতার অভাব আবার প্রমাণ করল এই ঘটনা ।কানে হেডফোন লাগিয়ে ট্রেন লাইন ধরে হেটে যাওয়ার সময় ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। শনিবার দুপুর দুটোয় ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার ভ্যাবলা স্টেশন সংলগ্ন ৩৮নং গেটের কাছে। মৃত যুবকের নাম রাজু মন্ডল(২০)। বাড়ি মাটিয়া থানার গোপালপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী শনিবার দুপুর দুটো নাগাদ কানে হেডফোন লাগিয়ে ভ্যাবলা থেকে চাঁপাপুকুরের দিকে যাচ্ছিল ঐ যুবক। সেইসময় শিয়ালদহ থেকে হাসনাবাদগামী লোকাল ট্রেন সামনে থেকে আসছিল। ট্রেন ও যুবককে মুখোমুখি দেখতে পেয়ে চেঁচাতে থাকেন আশেপাশের লোকজন। কিন্তু কানে হেডফোন থাকায় কিছুই শুনতে পাইনি ওই যুবক। যার যেরে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজু মন্ডলের।