তেলেঙ্গানায় এক মহিলা ডাক্তারকে ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায় রাজ্যসভায় ক্ষোভ ঝেড়েছেন বলিউড অভিনেত্রী ও সমাজবাদী পার্টির এমপি জয়া বচ্চন। সংসদে বক্তৃতায় তিনি বলেন, ‘এ ধরণের লোকদের জনসমক্ষে এনে পিটিয়ে মারা উচিত।’ এদিন জয়া বচ্চনের পাশাপাশি অন্য সংসদ সদস্যরাও তীব্র নিন্দা জানান। রাজ্যসভায় জয়া বচ্চন বলেন, ‘আমি মনে করি এটাই উপযুক্ত সময়, জনগণ সরকারকে একটি যথাযথ ও সুনির্দিষ্ট উত্তর দিতে চায়।’ এসময় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন জয়া। ধরা গলায় তিনি বলেন, ‘এ ধরনের অপরাধের পর কতবার কথা বলেছি আমি জানি না। আমি মনে করি এখন সময় এসেছে নির্ভয়া হোক বা কাঠুয়া কিংবা তেলঙ্গানায় যাই ঘটুক না কেন, মানুষ এখন সরকারকে এর সঠিক ও নির্দিষ্ট জবাব দিতে চায় বলে আমি মনে করি।সরকার কী করেছে? কীভাবে নিয়ন্ত্রণ করেছে? নির্যাতিতারা কি বিচার পেয়েছেন? কারও নাম নিতে চাই না। কিন্তু এর জন্য কি নিরাপত্তা ব্যবস্থা দায়ী নয়? আমার মনে হচ্ছে, এক দিন আগেও তেলঙ্গানায় একই রকম ঘটনা ঘটেছিল। তার পরেও কেন তা আটকানো গেল না?’