ভর দুপুরে কলকাতায় আকাশে টাকার বূষ্টি। বেন্টিক স্ট্রিটের একটি বহুতল থেকে ফেলা হয়েছে ৫০০ এবং ২০০০ টাকার নোটের বান্ডিল । এভাবে টাকা উড়তে দেখে পথচারীরা হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে যান।
শুধু দাঁড়িয়ে যাওয়া নয়, রীতিমত আকাশ থেকে ঝড়ে পড়া টাকা কুড়াতে শুরু করে দেন অনেকেই।ওই সময় পথচারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় ওই এলাকায়। এমন খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের ভিড় আরও বাড়তে থাকে। টাকা কোথা থেকে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে কেউ কিছু জানাতে চাইছেন না। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ।