পাকিস্তান সীমান্ত থেকে সন্ত্রাসবাদীরা কাশ্মিরে অনুপ্রবেশ করে অস্থিতিশীলতা সৃষ্টি করে বলে এতদিন অভিযোগ করে আসছিল ভারত সরকার। জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদাই ছিল সন্ত্রাস ও বিচ্ছিন্নতা ছড়ানোর মূল কারণ। সেটা মাথায় রেখে জম্মু ও কাশ্মীরের ওপর থেকে সংবিধানের ৩৭০নং ধারা তুলে দিয়ে একটা নতুন কাশ্মীরকে তুলে ধরার কথা বলে কেন্দ্রের বিজেপি সরকার। যদিও তার পরেও সেনাবাহিনীর কড়াকড়িতে এতদিন স্তব্ধ হয়ে ছিল ভুস্বগ। জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা লোপ ও তিন মাসের টানা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এবার সেখানকার স্থানীয় স্বাধীনতাকামী যুবকেরা যেভাবে হাতে অস্ত্র তুলে নিতে শুরু করেছে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে নয়াদিল্লি। ভারতীয় পুলিশের দাবী, পুলওয়ামা থেকে হালের কুলগাম, প্রতিটি হামলায় স্থানীয় স্বাধীনতাকামী যুবকেরা জড়িত।আর তাদেরকে মোকাবিলা করা এটাই বড় চ্যালেঞ্জ নয়াদিল্লির সামনে।বিশেষ মর্যাদা লোপের পরে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন থাকা সত্ত্বেও স্বাধীনতাকামীদের হামলার ব্যাপারে উদ্বিগ্ন প্রশাসন।