চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে পড়ে রফিকুল ইসলাম। ক্যাম্পাসের যে কোনও জায়গায় সাপ আটকে গেলে রক্ষাকতা হিসেবে সেখানে পৌঁছে যাবে রফিক। সাপের সাথে তার সখ্যতা। ক্যাম্পাসে প্রায় প্রতিদিনই দেখা মিলছে বিষাক্ত সাপের। অনেকেই রফিককে খবর দেন, আবার অনেকে মেরে ফেলেন। যদিও সাপ উদ্ধার করে সোশ্যাল মিডিয়ায় সবাইকে সাপ না মারার অনুরোধ জানান রফিক। এ যেন তার নিত্য দিনের কাজ।এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০ কিলোমিটার দূরে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের একটি বাড়ি থেকে বিষাক্ত একটি সাপ উদ্ধার করে সেটির প্রাণ বাঁচান রফিকুল ইসলাম।
রফিক জানান, সকাল ১০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক ইব্রাহীম আল হায়দার ভাই আমাকে ইনফর্ম করেন রাউজানের গহিরাতে একটি সবুজ বোরা সাপ উদ্ধার করতে হবে। পরে ওনার সাথে যোগাযোগ করে সাপটি উদ্ধার করে নিয়ে আসি। উদ্ধার কাজে চবি প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল হাসনাত ও বাপ্পী সার্বিক সহযোগিতা করেছেন।