দুদিনের টানা বৃষ্টিতে বেহাল অবস্থা জেলার বিভিন্ন প্রান্তে।ঝাড়গ্রাম জেলার তেরাফেনি এবং ডুলুং নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে।বেলপাহাড়ির তেরাফেনি নদীর জল বাড়ার কারনে নদীর জল ঝাড়গ্রাম ও বাঁকুড়া রাজ্য সড়ক এঠেলা পিচ রাস্তার উপর দিয়ে বইছে। তাই রবিবার সকাল থেকেই রাজ্য সড়কে যানচলাচল বন্ধ। অপরদিকে জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর জল পিচরাস্তা তথা সেতুর উপর দিয়ে বয়ে চলেছে।এর ফলে সড়ক পথে জামবনি ব্লকের সদর গিধনী ঝাড়গ্রাম জেলা সদর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন।জল ব্যপক হারে বেড়ে যাওয়ায় বেলা বাড়ার সাথে সাথে বাস,ট্রেকার সব যান চলাচল বন্ধ।যোগাযোগ ব্যবস্থা বন্ধ হবার ফলে মানুষ রোগী নিয়ে হাসপাতালে যেতে পারছে না,স্কুল পড়ুয়ারা শিক্ষা কেন্দ্রে যাওয়াতে বঞ্চিত হচ্ছে।ব্যবসায়ীরাও ঝাড়গ্রাম শহরে বানিজ্য করতে আসতে পরছে না।এর ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারন মানুষ।