পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি মোহাম্মদ আমিরের। ১৫ জনের দলে আমিরকে না নিয়ে নেওয়া হয়েছে আরেক বাঁহাতি পেসার জুনায়েদ খান ও ১৯ বছর বয়সী মোহাম্মদ হাসনাইনকে। আন্তর্জাতিক ক্রিকেটে উল্কার মতো আবির্ভাব ঘটলেও এখন পর্যন্ত একটি বিশ্বকাপও খেলতে পারেননি আমির। ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারি তাঁর কেরিয়ার থেকে কেড়ে নেয় পাঁচটি বছর। ২০১৬ সালে ফিরে পরের বছর চ্যাম্পিয়নস ট্রফিতে আলো ছড়ালেও সাম্প্রতিক সময়ে ভীষণ ফর্মহীনতায় ভুগছেন ২৭ বছর বয়সী এই পেসার। পাকিস্তানের হয়ে আমির সবশেষ খেলেছেন গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। ৯ ওভারে ৫৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পরের চার ম্যাচে আর দলে সুযোগ পাননি।