শুরু হয়ে গেল কথার লড়াই। সিরিজ শুরু হতে এখনও ১২ দিন বাকি। তার আগেই বীরেন্দ্র শেহবাগকে কটাক্ষ করে বসলেন প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন। ঘটনার সূত্রপাত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে। যেখানে বেবিসিটারের ভূমিকায় দেখানো হয়েছে শেহবাগকে। বীরুর কোলে রয়েছে একটি শিশু। যে পড়ে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জার্সি। এই বিজ্ঞাপনটি দেখেই হেডেন টুইট করেছেন, 'সতর্ক হও। অস্ট্রেলিয়াকে নিয়ে মজা কোরো না। মনে করে দেখো কার সন্তান বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়িয়েছিল।'