এবার বাংলাদেশের আশ্রয়শিবির ছেড়ে ক্রমে পালাচ্ছেন রোহিঙ্গা মহিলারা। ক'দিন ধরে সীমান্তে বেশ কয়েক'জন রোহিঙ্গা উদ্ধার করা হয়েছে।তাদের মধ্যে মহিলারা তুলনামূলক বেশি। তাদের বেশির ভাগের বক্তব্য, বিয়ে করে সংসার পাতার আশায় তাঁরা সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চিন্তা করেছিলেন। সেখানে থাকা রোহিঙ্গা যুবকদের সঙ্গে অনেকেরই বিয়ে ঠিক হয়ে আছে। গত কয়েক দিনে বিজিবি-পুলিশের হাতে উদ্ধার হওয়া ২৫ মহিলার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গিয়েছে। গত চার দিনে উপকূলীয় এলাকা থেকে ৯২ জন রোহিঙ্গা উদ্ধার হয়েছে। এর মধ্যে মহিলা ৪৬ জন, পুরুষ ২৬ জন ও ২০ জন শিশু। উদ্ধার হওয়া মহিলার বয়স ১৩ থেকে ২২ এর মধ্যে। পাচারে সহায়তা করার অভিযোগে আটক হয়েছেন চারজন দালাল। দালালেরাই সমুদ্র পাড়ি দিতে রোহিঙ্গা মহিলাদের প্ররোচিত করছেন বলে জানা গিয়েছে।