দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে এবার ইলেকট্রিক বাইক তৈরি করলো দিল্লি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র ওয়াকার আলি।
তিনি জানিয়েছেন, সে নরেন্দ্র মোদির 'ইলেক্ট্রিক মোবিলিটি' স্বপ্ন পূরণ করতে চায়। সে অনুপ্রাণিত হয়ে এই ইলেকট্রিক বাইকের নাম দিয়েছে মোদি (এমওডিআই-মড অব ডেভলোপিং ইন্ডিয়া)।
আর্থিক অবস্থা স্বচ্ছল না হলেও একটি উন্নতমানের বাইক তৈরি করেছে ওয়াকার। এটি তৈরি করতে খরচ পড়েছে ৭২ হাজার টাকার মতো। এটি তৈরি হয়েছে দু'চাকা এবং চার'চাকার বাদ যন্ত্রাংশ দিয়ে। এই ইলেক্ট্রিক বাইকটি ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে দৌড়াবে।কোনও দূষণ হবে না।একবার দু'ঘন্টা চার্জ দিলে প্রায় ১৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে এই ইলেক্ট্রনিক বাইকটি। এমনকি এই বাইক ল্যাপটপের চার্জারেও সহজেই চার্জ দেওয়া যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানে অনুপ্রাণিত হয়ে এমন দূষণবিহীন বাইক তৈরি করলো দরিদ্র পরিবারে বেড়ে ওঠা ওয়াকার।