মিড ডে মিলের খাবারে টিকটিকি থাকার কথা শোনা গিয়েছে৷ এবার মিড ডে মিলে সাপ!
ঘটনাটি ঘটেছে বুধবার হরিয়ানার ফরিদাবাদের রাজকিয়া গার্লস সিনিয়র সেকেন্ডারি স্কুলে। জানা গেছে মিড ডে মিলের খাবার খেতে খেতে এক ছাত্রী দেখতে পায়, খাবারের মধ্যে রয়েছে একটি বাচ্চা সাপ। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় স্কুলের প্রধানশিক্ষক ব্রজ বালা ও অন্যান্য শিক্ষকদের। তারা বিষয়টি চাক্ষুস করার পর ছাত্রছাত্রীদের সেই খাবার খেতে নিষেধ করে দেন।ততক্ষণে বেশকয়েকজনের সেই খাবারই খাওয়া হয়ে গেছে। এই ঘটনায় স্কুলে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। ছাত্রছাত্রীরা অনেকে আবার খেয়ে ফেলা খাবার বমি করে বের করে দেয়।
এর অাগে ছাত্রছাত্রীরা জানিয়েছে, তারা মাঝেমাঝেই মিড ডে মিলের খাবার খেতে গিয়ে তা থেকে খারাপ গন্ধ পায়। তবে, এ বারের ঘটনা তাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। এই স্কুলে খাবার সরবরাহ করে ইস্কন ফুড রিলিফ ফাউন্ডেশন।