আন্তর্জাতিক ক্রিকেট থেকে গ্লাভস জোড়া তুলে রাখলেন গৌতম গম্ভীর। মঙ্গলবার সন্ধ্যায় টুইট করে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন দেশের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। দিল্লির বাঁ-হাতি প্রাক্তন ভারতীয় ওপেনার সবরকমের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আগামী বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি বনাম অন্ধ্রপ্রদেশের রঞ্জি ম্যাচে শেষবার বাইশ গজে নামবেন তিনি। গম্ভীর নিজের টুইটের সঙ্গেই একটি লিঙ্ক শেয়ার করেছেন। সেখানে ক্লিক করলেই তাঁর অবসরের ইস্যুতে ফেসবুকে পোস্ট করা একটি এগারো মিনিটের ভিডিও রয়েছে। গম্ভীরকে শেষবার ২০১৬ সালে দেশের জার্সিতে দেখা গিয়েছিল। সেবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে প্রথম টেস্টে নেমেছিলেন তিনি। কেরিয়ারে ৫৮টি টেস্ট খেলে ৪১.৯৫-এর গড়ে করেছেন ৪১৫৪ রান। ন'টি টেস্ট সেঞ্চুরি ও ২২টি অর্ধ শতরান রয়েছে তাঁর। ১৪৭টি ওয়ান-ডে খেলে ৩৯.৬৮-এর গড়ে করেছেন ৫২৩৮ রান। ৮৫.২৫-এর স্ট্রাইক রেট বজায় রেখেছেন তিনি।