বিকৃত মানসিকতা এখন সমাজকে গ্রাস করে চলেছে। দু বছরের শিশু থেকে বৃদ্ধা কেউই বাদ যাচ্ছেনা লালসার হাত থেকে। এই পরিস্থিতিতে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি খানিকটা স্বস্তি দিতে পারে। এসব ক্ষেত্রে বিচার প্রক্রিয়া বিলম্ব হলেও শাস্তি র নির্দেশ দিচ্ছে আদালত।
বৃহস্পতিবার এক বৃদ্ধাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিলো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমা আদালত।
গত ২০১৬ সালের ১৫ জুন সুতাহাটা থানার বরদা গ্রামে এক ষাটোর্ধ প্রায় বোবা মহিলাকে বাড়ির মধ্যে একা পেয়ে ধর্ষণ করেছিল সোহন সিং। সে দোষী সাব্যস্ত হওয়ায়
বৃহস্পতিবার বিচারক অনিল কুমার প্রসাদ তার বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড ঘোষণা করেন।
জানা গেছে গ্রামের মনসা পুজো অনুষ্ঠিত হওয়ায় বাড়ি ফাঁকা ছিল। সে সুযোগে বোবা প্রৌঢ়াকে পেয়ে সোহান সিং তার লালসা মেটায়। এমনকি মারধর করে। পরিবারের লোকেরা বাড়িতে ফিরে মহিলাকে রক্তাক্ত অবস্থায় দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এরপর পরিবারের তরফে সুতাহাটা
থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। দু'বছর আগের ওই ঘটনার শুনানি শেষ হয় বুধবার। সেদিনই দোষী সাব্যস্ত হয়। আর বৃহস্পতিবার হলদিয়া মহকুমা আদালতের আদালতে চলা এই মামলার রেগে ঘোষণা করেন ফার্স্ট ট্রাক কোর্টের বিচারক অনিল কুমার প্রসাদ। তিনি অভিযুক্ত সোহন সিং কে ১০ বছরের কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানার নির্দেশ দেন।