ব্রিটেনের রাজ পরিবারে আবার উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। আগামী শুক্রবার ১২ অক্টোবর রানী দ্বিতীয় এলিজাবেথের নাতনি প্রিন্সেস এজিনে প্রেমিক জ্যাক ব্রুক্সবাঙ্ককে উইন্ডসর কাসলে সেন্ট জর্জ চ্যাপেল এ বিয়ে করবেন।
এ বছরেই দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে রাজ পরিবারে। এর পাঁচ মাস আগেই প্রিন্স হ্যারি ও বেগান মার্কেল বিয়ে করেছিলেন।
বিয়ের অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায় এবং তা এক ঘণ্টা ধরে চলবে। অনুষ্ঠানে রাজ পরিবারের সিনিয়র সদস্যরা থাকবেন তার সঙ্গে আট শ'রও বেশি অতিথি অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।
লাল ভেলভেট ও চকলেটের তৈরি কেক বিয়ের খাবারের মূল আকর্ষণ। কেক ডিজাইনার শফি ক্যাবট একে বিশেষ ও চমৎকার হিসেবে উল্লেখ করেন।
বিয়ের অনুষ্ঠানটি সকাল ৯টা ২৫ মিনিট থেকে ১২টা ৩০ পর্যন্ত লাইভ সম্প্রচার করা হবে আইটিভিতে।
কিন্তু এতোসব আনুষ্ঠানিকতাকে অনেকটাই ম্লান করে দিচ্ছে প্রতিবাদকারীদের একটি পিটিশন। একটি গ্রুপ পিটিশনে ২৮ হাজারেরও বেশি লোকের স্বাক্ষর করছেন ব্রিটিশ রাজতন্ত্রের বিরুধে। কারণ বিয়েতে নিরাপত্তা খরচ বাবদ ২৬ লাখ মার্কিন ডলার খরচ হচ্ছে। যার উৎস জনগণের কর। পিটিশনে স্বাক্ষরকারীরা অনুষ্ঠান ১৫ মিনিট কমাতে বলেছে। এছাড়াও খরচ কমানোর জন্য স্নাইপার ও জ্যামিক ডিভাইস বাদ দিতে বলেছে।