আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে ঢাকার ট্রাইব্যুনাল আদালত ১৯ জনের ফাঁসি এবং ১৯জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বুধবার। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড ও বোমা হামলা হয়েছিল। তাতে শেখ হাসিনা রক্ষা পেলেও ১৪ জনের মৃত্যু হয়েছিল।
সেই মামলার রায় বুধবার দিল ঢাকার ট্রাইব্যুনাল কোর্ট।
পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন রায় ঘোষণা করেন।
তাতে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এই রায়ের পর বাংলাদেশ জুড়ে করা সতর্কতা জারি করা হয়েছে।