স্বপ্ন নাকি সত্যি! তা এখনো বিশ্বাস করতে পারছেন না ঝাড়্গ্রাম শহরের এগারো নম্বর ওয়ার্ডের দক্ষিন পাড়ার বাসিন্দা বিভা সিংহ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের দুয়ারে দেখে প্রথমে হতচকিত হয়ে গিয়েছিলেন বিভা দেবী। পরে ভাবেন এ স্বপ্ন নাকি সত্যি? মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ব্যাপক আপ্লুত হয়ে উঠেন তিনি। বিভা দেবী বলেন “এ যেন নিজের চোখকেও বিশ্বাস করা যায়না।মুখ্যমন্ত্রী নিজে এসে পাড়ার মানুষের সাথে কথা বলে ত্রানের ব্যবস্থা করেছন। এ আমাদের পরম সৌভাগ্য। সমস্যা শোনার সাথে সাথে ত্রিপল,বাসন,খাবারের ব্যবস্থা করেছেন।"
উল্লেখ্য গত কয়েক দিন আগে টানা বৃষ্টিতে ঝাড়গ্রাম শহরের ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিনপাড়ার অন্যতম অংশ পাথর পাড়ার বাড়ি গুলিতে জল ঢুকে গিয়েছিল।বৃষ্টির ফলে ওই পাড়ার পাঁচ থেকে সাতটি মাটির ঘর ভেঙে পড়েছিল।পাড়ার পনেরোটি পারিবারের ঘরে জল ঢুকে সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছিল। আর তাই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছিল।মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসার আগে এলাকার ক্ষব্ধ বাসিন্দারা ট্যুরিজিম সার্কিটের কাঁচের জানালা,দরজা ঢিল মেরে ভেঙে দিয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী সেই পড়ায় গিয়ে স্থানীয়দের সমস্যার কথা শুনে আসার পর ঝাড়গ্রাম পুর সভার চেয়ারম্যান দূর্গেশ মল্লদেবকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন ক্ষতিগ্রস্থাদের বিষয়টি দেখার জন্য এবং শহরের নিকাশি ব্যবস্থা ঠিক করার জন্য জানা গিয়েছে দলীয় সূত্রে।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর এলাকা পরিদর্শনের পরই এদিন শুক্রবার ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান দূর্গেশ মল্লদেব পুরাতন ঝাড়গ্রামের ১১ নম্বর ওয়ার্ডের দিক্ষিনপাড়ার অন্তর্গত পাথর পাড়ায় ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা করে এলাকা পরিদর্শন করেন।স্থানীয় মানুষজন জানিয়েছেন তিনি ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ সহ যাদের বাড়ি বৃষ্টির কারনে পড়ে গিয়েছে তাদের ঘর করে দেওয়ার কথা বলেছেন।
কৃতজ্ঞতা: কলম