মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গলের জয়রথ। শুক্রবার কলকাতা লিগে নিজেদের দ্বিতীয় মাচে ক্যালকাটা কাস্টমসের সঙ্গে ০-০ গোলে ড্র করল লাল হলুদ বাহিনী। তবে এ দিন বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করে সুভাষ ভৌমিকের ছেলেরা। না হলে ছবিটা অন্যরকম হতে পারতো।
শুক্রবার, ঘরের মাঠে বড় দল যেমন শুরু করে ইস্টবেঙ্গলও তাই করেছিল। অর্থাৎ গতিকে সম্বল করে আক্রমণে চাপ দেওয়া। কিন্তু মাঝমাঠ ছিল কিছুটা ছন্নছাড়া। তবে কাস্টমসের লড়াইকে অবশ্যই কুর্নিশ জানাতে হবে। সাধ্য অনুযায়ী লড়াই করে তারা। সঙ্গে তাদের বিদেশিদের পারফরমেন্সও খুব একটা খারাপ নয়। তবে ইস্টবেঙ্গলের কপাল সত্যি খারাপ ছিল। ফুটবলে এমন দিনের প্রমাণ অতীতে প্রচুর রয়েছে। যেখানে দাপিয়ে খেলেও জয়ের মুখ দেখা যায় না।