এক তান্ত্রিকের পরামর্শে স্বাস্থ্যবান পুত্রের আশায় নিজের রুগ্ন মেয়েকে মেরে মাটিতে পুতে দিল বাবা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক গ্রামে।
জানা গেছে, আনন্দপাল নামে এক ব্যক্তির ছোট মেয়ের কিছুতেই শরীর ভাল হচ্ছিল না। তাই এক তান্ত্রিক তাকে পরামর্শ দেয় মেয়েকে মেরে ফেললে পুত্র সন্তান স্বাস্থ্যবান হবে। তাই তারা নামে মেয়েকে সে মেরে ফেলে ঘরের মেঝেতে পুতে দেয়।
ঘটনাটি জানাজানি হয় পাশের বাড়ির লোকজন মাটি খোড়ার আওয়াজ পাওয়ায়। প্রতিবেশীরা এরপর পুলিশে খবর দিলে আনন্দপালের ঘরের মেঝে খুড়ে বের হয় মৃতদেহ।
এনিয়ে তারার ঠাকুমা বলেন, নাতনীর কিছুতেই শরীর ভাল হচ্ছিল না। তাই সুস্থ নাতি নাতনীর আশায় তার মা তাকে মেরে ফেলে সেখানে সমাধি তৈরির পরিকল্পনা করে যাতে পুত্রটা ভাল থাকে। তিনি জানান, নাতির স্বাস্থ্যও শীর্ণ।
পুলিশ ময়নাতদন্ত করে জেনেছে তারার পেটে কোনও খাদ্য ছিল না। পুলিশঅফিসার রবিন্দর গাউর জানিয়েছেন, তারা বাবা মাকে গ্রেফতার করা হবে।