প্রিমিয়ার লিগে তারকা ফুটবল দল আর্সেনালের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করলেন বিশিষ্ট জার্মান ফুটবলার মেসুত ওজিল। নতুনচুক্তি অনুযায়ী আরো তিন বছর তারকা এই খেলোয়াড় আর্সেনালের সাথে থাকবেন বলে জানা গেছে।
এ বিষয়ে ২৯ বছর বয়সী ওজিল ইন্সটাগ্রামে লিখেছেন, আরো তিন বছর আর্সেনালের সাথেই আছেন। ফুটবল ক্যারিয়ারে এটা তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। তা্ইতাকে অনেক চিন্তা করতে হয়েছে। ভাল কিছু সিদ্ধান্ত নেওযার জন্য সময় লাগে। তাই অবশেষে এই সিদ্ধান্তে পৌঁছানো গেছে।
উল্লেখ্য, ওজিলের সাথে আর্সেনালের আগের চুক্তির মেয়াদ আর মাত্র ছয় মাস বাকি ছিল। শীতকালীন ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রেকর্ড চুক্তিতে পিয়েরে-এমেরিক অবামেয়াংকে দলে নেয় আর্সেনাল। র্সেনালের ফ্রন্টলাইনে অবামেয়াং ও ওজিল হেনরিখ মাখিটারিয়ানের সাথে যোগ দেবেন। এ সম্পর্কে আর্সেনালের পক্ষ থেকে বলা হয়েছে, ওজিলের সাথে দীর্ঘ মেয়াদী চুক্তিতে আসতে পেরে আর্সেনাল খুশী। ২০১৩ সালে ওজিল যোগ দেবার পর থেকে মেসুত তিনটি এফএ কাপ চ্যাম্পিয়ন হয়েছে।