মদ নিষিদ্ধ হয়েছিল বিহারে। এবার গোয়ার মনোহর পারিক্কর সরকার সিদ্ধান্ত নিল কেউ প্রকাশ্যে মদ্যপান করলে তাকে কমপক্ষে ৫ হাজার টাকা জরিমানা করা হবে।প্রকাশ্যে মদ্যপান একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর।প্রয়োজনে রাজ্য বাজেটের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে পারিক্কর জানান।
উল্লেখ্য, আগামী মার্চ মাসে গোয়ায় বাজেট অধিবেশন। সেসময় গার্বেজ ম্যানেজমেন্ট অ্যাক্টও সংশোধন করা হবে।যত্রতত্র ময়লা ফেললে জরিমানা করা হবে।