ছারপোকা কারও কারও ঘরে খুবই যন্ত্রণা দেয়। এদের জ্বালায় রাতে ঘুমানো দুষ্কর হয়ে ওঠে। বিছানার পোকা হলেও এর অন্যতম পছন্দের জায়গা হচ্ছে তোসক, সোফা এবং অন্যান্য আসবাবপত্র। পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই অধিক সক্রিয় থাকে এবং মানুষের অগোচরে রক্ত চুষে নেয়। তবেএই পোকাটিকে সহজেই ঘর থেকে তাড়ানো যায়।
ঘরের ছারপোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকারী। অন্তত মাসে দু’বার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানাসহ উপদ্রবপ্রবণ স্থানে ছিটিয়ে দিলে ঘরথেকে ছারপোকা পালিয়ে যাবে। এছাড়া,মাঝে মাঝে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দেওয়া যেতে পারে। তার ফলে সহজেই ঘরছাড়া হবে ছারপোকা।
সপ্তাহে একবার হলেও সারা ঘর ভালো করে পরিষ্কার করুন। ছারপোকা মোটামুটি ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে মারা যায়। ঘরে ছারপোকার আধিক্য বেশি হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। ছারপোকা এতে মারা যাবে।