সাবালকদের বিয়ের ক্ষেত্রে খাপ পঞ্চায়েতের হস্তক্ষেপ একেবারেই অবৈধ ঘোষণা করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এক রায়ে বলেছে, কোনও সম্প্রদায়ের সাবালক পুরুষ ও মহিলা যদি মধ্যে বিয়ে করে তাহলে সেই বিয়ে নিয়ে খাপ পঞ্চায়েত কোনও প্রশ্ন তুলতে পারে না।
বিচারপতি এএম খানউইলকার এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কেন্দ্রকে তাদের প্রস্তাব দিতে বলেছে কীভাবে হয়রানি বন্ধ করা যায় এবং সমগোত্র কিংবা সম্প্রদায়ের মধ্যে বিয়ের জন্য পরিবারের সম্মানের নামে তরুণ দম্পতিদের হত্যা রোখা যায়।
সুপ্রিম কোর্ট কেন্দ্রকে হুশিয়ারি দিয়ে বলেছে, যদি কেন্দ্র এ নিয়ে কোনও ব্যবস্থা না নেয় তাহলে এ ধরনের পঞ্চায়েতকে নিষিদ্ধ ঘোষণা করার পদক্ষেপ নেওয়া হতে পারে।
২০১০ সালে শক্তি বাহিনী খাপ পঞ্চায়েতের বিরুদ্ধে আবেদন জানায় কোর্টে। তারা আর্জি হানায়, বিয়ে নিয়ে হত্যা বন্ধের জন্য কেন্দ্র যেন রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেয়।