রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের প্রাক্তন ফুটবল তারকা ওয়েসলি স্নেইডারযোগ দিরেন কাতারের পেশাদার লীগের ক্লাব আল গারাফায়। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ডাচ এই অভিজ্ঞ স্ট্রাইকারের সাথে তাদের চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। ৩৩ বছর বয়সী স্নেইডার রিয়ালের হয়ে লা লিগা চ্যাম্পিয়ান ছাড়াও ইন্টারের হয়ে সিরি-আ ও ২০১০ সালের চ্যাম্পিয়নস লীগ চ্যাম্পিয়ান হয়েছে। নেদারল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩৩টি ম্যাচ যা তাকে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড উপহার দিয়েছে। স্পেনের বিপক্ষে ২০১০ সালে বিশ্বকাপ ফাইনালে তিনি ডাচ দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন।কাতারি লীগে আল গারাফা ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের মাঝামাঝিতে অবস্থান করছে। আগামী ১২ জানুয়ারি লীগে আল আহলির বিপক্ষে হয়তবা এই মিডফিল্ডারের অভিষেক হতে পারে। সবচেয়ে বড় তারকা হিসেবে এই লীগে অংশ নিচ্ছেন বার্সেলোনার সাবেক সেন্ট্রাল মিডফিল্ডার জাভি হার্নান্দেজ।