সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে আধার কার্ড লাগবে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এমন নিয়মের কথা সামনে আসতেই চিত্র বদলে গেল আজ। বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে তারা আধার কার্ডের তথ্য নিচ্ছে না। আধার কার্ড যে নেওয়া হচ্ছে না তার সপক্ষে ব্যাখ্যাও দেওয়া হয়্। ফেসবুক জানিয়েছে, নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ কীভাবে করতে হয় তা বোঝাতেই এটা করা হয়েছিল। যাতে তাদের আসল নাম এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারীরা। বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেকে আধার তথ্যের জন্য যে ব্যাখ্যা করেছেন তা সঠিক নয়। নতুন অ্যাকাউন্ট তৈরির পরীক্ষা এখন শেষ। অতিরিক্ত ভাষা সংশ্লিষ্ট করে অ্যাকউন্ট সাইন আপ করার জন্য ব্যাখ্যা করা হয়েছিল আধারের নাম তার পরিবার ও বন্ধুদেরকে চিনতে সাহায্য করবে।কিন্তু নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আধার নম্বর দেওয়ার জন্য বলা হয়নি। নতুন সাইন আপ করতে খুব কম সংখ্যকই টেস্ট রান ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে ফেসবুকের বিবৃতিতে। আর এই টেস্ট রান ফেরানো হবেও বলে জানিয়ে দেওয়া হয়েছে।
পরিষ্কার বলে দেওয়া হয়েছে, ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আধার নম্বর দেওয়ার দরকার নেই এবং আধার তথ্যও সংগ্রহ করা হচ্ছে না।
উল্লেখ্য, ভারতে প্রায় ২ কোটি ১৭ লক্ষ ফেসবুক ব্যবহারকারী রয়েছে। এদের মধ্যে ২ কোটি ১২ লক্ষ ব্যবহারকারী সক্রিয় স্মার্টফোনে।
২০১৮ সালের ৩১ মার্চ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, মোবাইল সংযোগ সহ নানা ক্ষেত্রে আদার সংযোগের শেষ দিন বলে সরকার ঘোষণা করেছে। সেই সময় নতুন ফেসবুক খোলার সময় টেস্ট রানে আধার কার্ডের প্রসঙ্গ আসায় বিতর্ক উঠেছে।