ডাকাতি করতে গিয়ে ডাকাতদল গৃহকর্তা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের মারধোর করেনি এমন ঘটনা খুব কমই ঘটেছে। কিন্তু ডাকাতি করতে গিয়ে কাউকে সম্মান! এমনটি ভাবাই যায় না। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ব্রাজিলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দুই জন ডাকাত মাথায় হেলমেট পড়ে একটি ওষুধের দোকানে ঢোকে। সেই মুহূর্তে সেখানে দোকানের এক কর্মচারী ছাড়াও ছিলেন এক বৃদ্ধা ক্রেতা। এক জন ডাকাত কর্মচারীর দিকে বন্দুক তাক করে ক্যাশবাক্সের চাবি চায়। অন্য ডাকাতটি দাঁড়িয়ে ছিল বৃদ্ধার সামনে।
দোকানটির মালিক জানান, কর্মচারী হাত তুলে আত্মসমপর্ণ করতেই তাকে সমস্ত টাকাপয়সা দিয়ে দিতে বলে। সেই সময় ওই বৃদ্ধাও ভয় পেয়ে নিজের সমস্ত টাকাপয়সা দিতে চান। কিন্তু তাঁর পাসে দাঁড়িয়ে থাকা এক ডাকাত তাকে বাঁধা দেয়। বরং বৃদ্ধাকে আশ্বস্ত করে কপালে চুমু দেয় সে।
সিসিটিভি ফুটেজে থেকে পাওয়া ওই ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মধ্যে। ডাকাতরা দোকান থেকে কয়েক হাজার ডলার এবং বেশ কিছু জিনিস ডাকাতি করে নিয়ে যায়। শেষ খবর অনুযায়ী, ঘটনার পর ডাকাতদের খোঁজে তল্লাশি চালানো হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।