৬৮ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর এবারে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে। চলতি বছর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে প্রথমবারের মত প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। আগামী ২৩ অক্টোবর, ২০১৯ ঢাকায় অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর গ্র্যান্ড ফিনালে, যার বিজয়িনীই পরবর্তীতে আন্তর্জাতিক প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করবেন।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র চেয়ারম্যান জনাব রিজওয়ান বিন ফারুক বলেন, বাংলাদেশের অন্যতম সেরা সুন্দরী, বুদ্ধিমতী, অভিজাত, মেধাবী ও আত্মবিশ্বাসী তরুণীদের বিশ্বের দরবারে তুলে ধরবে মিস ইউনিভার্স বাংলাদেশ। এবারের মিস ইউনিভার্স এর প্রতিপাদ্য ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য্য’।
সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও জানা যায়, বলিউড সুপারস্টার এবং মিস ইউনিভার্স ১৯৯৪, সুস্মিতা সেন গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন এবং বিজয়ী প্রতিযোগীকে মুকুট পরিয়ে দিবেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে আরও থাকছেন মডেল ও অভিনেত্রী বিপাশা হায়াত, পালস্ হেলথ কেয়ার এর ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, মাহিন খান এবং ফ্যাশন ডিজাইনার তুতলী রহমান।